Song

Love the song “I Knew You Were Trouble” by Taylor Swift

Yesterday (Dec 15, 2012) Taylor Swift dropped her new musik vdo on YouTube, and that’s musik is so dope, I was just shouting from the beginning saying, “TS..on fire, TS..on fire” My Mommy was like, “¿Qué pasó, cariño” And I said “Ammi, tomar Espanol off koro, ami to TS k dakhe ses. Puray change. She’s getting into the pop game Maa” Ammi was laughing out loud. And then I asked her to watch it with meh, but she refused telling me, “It’s not family friend, tui akay dakh, ami pore dakhe nibo” I didn’t force her, but she was okay and comfortable with me with it, we’ve wanted so many movies togather. She’s the best. Anyway, ya already know, yep, that musik vdo have so many kisses. And Mommy already watched it, before me 🙁 . Then she told me she watched this must vdo when she’s was in University. She told me, it was premiered on MTV at December 13 as TS’s birthday week. I didn’t know that, although I don’t watch MTV, to specify TV at all. Ok moving on to the next stuff. I was literally shocked after seeing that musik vdo. Sob e describe kortaci :3

Oneker country song valo lage jani। কিন্তু কেন জানি আমার একটু ভালো লাগে, সফ্ট-সফ্ট ভাব। কিন্তু তেমন শুনি না বলতে গেলে। তো TS কে সেখান থেকেই ভালো লাগা। এখন সে চলে এসেছে Pop এ, তারপর আবার আমার অনেকটা ফেবারিট dubstep ও আছে <3। হাহা
তো আজকে আমার মতামত করবো প্রকাশ Taylor Swift এর “I Knew You Were Trouble” গানটি niya। 

পটভুমি

তো, ২০১২ এর iHeart Radio Music Festival এর সময় TS রোলিং স্টোন ম্যাগাজিনকে একটা সময় বলে যে সে নাকি তার RED অ্যালবামের সবগুলা tracklist রিভিল করবে। যাইহোক, এদের গানের কোনো আগাম বার্তা নেই, তাই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। তো যাইহোক, গানটা রিলিজ হয়েছে, duh! যখনই হোক আমি মিউজিক ভিডিও নিয়ে কথা বলতে আসছি :3 । তবে একটা কথা TS এর RED অ্যালবামটাই আস্থির ছিলো।
তো গানের কথায় আসি। গানটা প্রথম আমি streethiphop এ পেয়েছিলাম লিক, October 7 এ। পরে বুঝলাম এটা ঔদিন Good Morning America প্রিমিয়ার হয়েছিলো, সেটার রোকর্ড হয়তো। তো আমি তো us এ তে থাকি না, তাই শুনিনি :)। তো তারপরে দিন আসে iTunes এ, কিন্তু আবারও সেটা শুধু US এর জন্য। আমি তো এখন স্পেনে, কিভাবে শুনবো? পরে দেখি সবখানেই আসছে। গান শুনে তো আমি চক্কর মারলাম। *কে এইটা???* টাইপের। আমার কাছে গানটা সেই লেগেছে। আমি মুলত মিউজিক লাভার। আর এর জন্য আমি মিউজিক নিয়েও মোটামুটি টুকিটাকি করতেছি, স্কুলে আছি বাট আম্মির ভার্সিটির পাশাপাশি :)। গানের মেলডির মধ্যে কেমন জানি একটা ইমোটিক ভাব আছে। তারপর dubstep, ওহ আল্লাহ! কি একটা জিনিস, আমি নিজেও dubstep ফেফ্ এর মানুষ 🙂 । দেখেন characteristic country থেকে ব্লেন্ড করে Pop এ, tarpor seta dubstep. তারপর শুরুটা jaunty (ragtime) guitar মেলডি দিয়ে pop rock বানানো, সেই!!। NYT এও এটাই বলছে। তারপর আবার musicnotes.com এ দেখলাম কোরাসে tempo হুট করে 154 bpm হয়ে যায়। কোর্ড এর সিকুয়েন্স দেখো

I–V–vi–IV

মোট কথা আমার কাছে পুরা অন্যরকম লেগেছে। আর আমি গানের কথা শোনার মানুষ না, সো ওসব বাদ। তবে বলতে গেলে তার ex-bf, John Mayer এর ওপর একটা ক্ষোপ প্রকাশ করেছে গানটাতে, যদিও TS কখনও উল্লেখ করে কিছু বলেনি। কিন্তু যেহেতু সবাই জানে TS তার নিজের জীবনের সবকিছুর ওপর বেস করে গান লেখে, তাই এটাও সেরকমই হবে, সে বলুক আর না বলুক 🙃

Musik Vdo

এবার আসি সেই মিউজিক ভিডিও নিয়ে, যেটার জন্য আসলে এটা লেখা। গান যদিও October 9, 2012 (promotional single হিসেবে); October 22, 2012 (RED অ্যালবামের ট্যাক হিসেবে); December 10, 2012 (single হিসেবে) রিলিজ হয়েছে। তবে আমি শিওর ছিলাম এটার জন্য একটা ঝাক্কাস মিউজিক ভিডিও আসবে। তো November 20 তে Eliza আমাকে Hollywoodlife এর একটা লিঙ্ক দেয়, এটা । আমি দেখেই তো টাসকি, এটা কে, এটা কি TS নাকি আমি স্বপ্ন দেখতেছি? পিংক কালারের চুল, পুরা রকস্টার টাইপের TS. তবে এটা ইন্টারেস্টিং ছিলো। আমি নিজেও জানতাম না। ভিডিওটা দেখলে শুরুটা সবকিছু বুঝতে পারবা। কিন্তু মজা লেগেছে শেষের পার্টটা। TS এর হাতে নেকলেস। সিনটা দেখে আমার একজনের কথা মনে পড়ে যায়। Don’t get me negativity, I just turned 11. I’m too dum to get into any sort of relationship, lol. So then TS was letting go of the necklace he gave her at the end of the vdo that makes me feel super. আমার কাছে অন্যরকম লেগেছে। কিন্তু একটা ব্যাপার ডিসগাসটিং লেখেছে, সেটা হলো কিসিং সিন, yaiks!! (হিসাব করে দেখবো এখন মোট কয়টা yaiks) তো ভিডিও শুরু হয় ২ মিনিটের confessional voice over দিয়ে। আর ভিডিওর অ্যাসপেক্ট রেশিও অন্য লেভেলের। অনেক চিপা।

  • *টোটাল kiss ছিলো ২১ টা ফ্রেমে। ইসস yaiks. 

🙂

গানের এই অংশটা আমার কাছে খালো লাগে, cause im a dubstep lover, ভালো তো লাগবেই, হাহা। তবে bridge টাও সেই লাগে। আর TS এর সব গানেই bridge থাকে 🙂 । ব্রিজটা ছিলো,

And the saddest fear
Comes creeping in
That you never loved me
Or her or anyone or anything

একটা হিডেন ম্যাসেজ আছে, Red এর Liner Notes এ “when you saw me dancing” কথাটা কিন্তু নিচের ভিডিওর সাথে মিলে যায়। তারমানে 1D র harry styles কে খোঁচা মেরে কথা নাকি!!!

মিউজিক ভিডিওর কয়েকটা সিন আমার কাছে অসাধারণ লেগেছে।

Thanks to Lubaba Apu for helping me writing <3


Updated on July 3, 2020

You might also like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *